প্রধানমন্ত্রীর ভারত সফরে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে বিএনপির অবস্থান জানাতে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি: -
প্রধানমন্ত্রীর ভারত সফরে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে বিএনপির অবস্থান জানাতেদলটির চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলন ডেকেছেন।
আজ বুধবার বিকেলে বিকেল সাড়ে চারটায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।শায়রুল কবির খান বলেন, গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বুধবার বিকাল সাড়ে ৪টায় এ সংবাদ সম্মেলন হবে। সেখানে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত ভারত সফর এবং এ নিয়ে মঙ্গলবার দেয়া বক্তব্যসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।এদিকে, এদিকে আজ বুধবার রাতেই গুলশান কার্যালয়ে ২০-দলীয় ঐক্যজোটের বৈঠক আহ্বান করেছেন খালেদা জিয়া।বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আলোচনা ও করণীয় বিষয়ে জোটের নেতাদের মতামত নেন খালেদা জিয়া।একই ইস্যুতে সোমবার রাতেও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন সাবেক এই প্রধানমন্ত্রী।বিএনপি মনে করে, প্রধানমন্ত্রীর এই ভারত সফরে বাংলাদেশের কোনো প্রাপ্তি নেই। দেশের জনগণের স্বার্থকে উপেক্ষা করে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকে সই করায় সরকারবিরোধী জনমত তৈরির সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোট।মঙ্গলবার বিকেলে সফর নিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।