সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ- কড্ডা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
বিষয়টি জানিয়েছেন সদর থানার উপ-পরির্দশক (এসআই) জয় দেব কুমার।