নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ভবনের আগুন নিয়ন্ত্রণে।
আজ সোমবার (১০ এপ্রিল) সকাল ৬টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক যোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান অনলাইন টিভি সিএনএন বিডি টিভিকে বলেন, সকালে মতিঝিলের বিডিবিএল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এরই মধ্যে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তবে ২৪ তলা এ ভবনের ২০ তালাতে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।