আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় সংবাদপত্রের মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার চাকাই নামকস্থানে ঠাকুরগাঁও হতে ঢাকাগামী কোচ হানিফ পরিবহনের সঙ্গে ঠাকুরগাঁওগামী দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মাইক্রো চালক মোঃ সেলিম ঘটনাস্থলে নিহত হন। নিহত সেলিম বগুড়া উপশহরের মুরশেদ আলীর পুত্র।
স্থানীয় লোকজন মাইক্রোর হেলপার উজ্জ্লকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। নিহত চালক সেলিমের লাশ দিমেক হাসপাতালে ময়না তদন্তের পর বিকেলে স্বজনের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় বীরগহ্জ থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান কর্তৃক মুক্তিযোদ্ধা লাঞ্ছনার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-মু
ক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে দিনাজপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন মুক্তিযোদ্ধারা।
বুধবার সকাল ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের চারমাথায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীর ডাক দেয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। মানববন্ধনে আওয়ামী লীগ, জাতীয়পার্টি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা শামসুল আলম মন্ডল ও অধ্যাপক আব্দুস সাত্তার মন্ডল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম, জুয়েল হোসেন, মুশফিকুর রহমান মুন্না ও হোসনে আরা ফেন্সি। আগামী ৭২ ঘন্টার মধ্যে মুক্তিযোদ্ধা নওশাদ আলীর নির্যাতনকারী খট্টামাধবপুর ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়া হলে বৃহত্তর কর্মসুচি দেয়া হবে। উল্লেখ্য, ৩০ মার্চ মাধবপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা নওশাদ আলীকে ইউপি কার্যালয়ে শারীরিকভাবে লাঞ্ছিত প্রহার করেন ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমান।