আজ বিএনপি চেয়ারপারসনর সঙ্গে সাক্ষাৎ করবেন নরওয়ে ও ইংল্যান্ডের সংসদীয় প্রতিনিধিদল
নিজস্ব প্রতিনিধি:- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে নরওয়ে ও ইংল্যান্ডের সংসদীয় প্রতিনিধিদল। আজ সোমবার পৃথক সময়ে দুটি প্রতিনিধিদলের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করবেন।
বিকাল সাড়ে ৫টায় নরওয়ের সংসদীয় প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে। এ সময় উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন।
এ ছাড়া রাত সাড়ে ৯টায় ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধিদল সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে। এ সময় উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক।