দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ১ম দিনে ১১১০ জন অনুপস্থিত
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-
শান্তিপূর্ণ পরিবেশে রোববার অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা।
প্রথম দিন রোববার ৮৯ হাজার ৮৩১ জনের মধ্যে বাংলা ১মপত্র পরীক্ষায় অংশ নেন ৮৮ হাজার ৭২১ জন। অনুপস্থিত ছিলেন ১১১০ জন পরীক্ষার্থী। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমানসহ কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। রংপুর বিভাগের ৮ জেলায় কোন বহিস্কার ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।