দলমত নির্বিশেষে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য নৌকা মার্কার কোনো বিকল্প নেই : জাহাঙ্গীর কবির নানক
নিজস্ব প্রতিনিধি:-আসন্ন ২০১৯ সালের জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁওয়ের তিনটি আসন প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার আহবান জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, দেশনেত্রী শেখ হাসিনা ইতোমধ্যে নির্বাচনী প্রচারণার জন্য বিভিন্ন জেলায় সফর করছেন। তাই তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার জন্য তার নির্দেশে আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। তাই দলমত নির্বিশেষে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য নৌকা মার্কার কোনো বিকল্প নেই।
রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের আয়োজনে এক বিশেষ বর্ধিত কর্মীসভায় এ কথা বলেন তিনি।এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ আর পিছিয়ে নেই। বঙ্গবন্ধুর কন্যা দেশ নেত্রী শেখ হাসিনা বাংলদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছেন। তিনি নিরলস ভাবে দেশ, মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এ সময় দেশকে জঙ্গিবাদের হাত থেকে রক্ষার জন্য সকলকে ঐক্য গড়ে তুলে প্রতিরোধ করার আহবান জানান তিনি।বিশেষ বর্ধিত কর্মীসভার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।পরে জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, পঞ্চগড় ১ আসনের এমপি নুরুল ইসলাম সুজন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কূরাইশী, সাবেক এমপি ইমদাদুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো প্রমূখ।উল্লেখ্য, আগামী এপ্রিলের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে এই বিশেষ বর্ধিত কর্মীসভার আয়োজন করা হয়েছে বলে জেলা আওয়ামী লীগ জানিয়েছে। এ সময় জেলার তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।