নিজস্ব প্রতিনিধি:-
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। আজ রোববার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদমাধ্যম শাখার কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।বৈঠকে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে তিনি জানান। এতে বিএনপির স্থায়ী কমিটির নেতারা উপস্থিত থাকবেন।