×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০১৭-০৪-০২
  • ৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুরের জঙ্গি আস্তানা এস এম এন বাগানবাড়ি এখনো পুলিশের হেফাজতে
বিশেষ প্রতিবেদক :মোঃ নুর উদ্দিন:- মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুরের জঙ্গি আস্তানা এস এম এন বাগানবাড়ি এখনো পুলিশের হেফাজতে রয়েছে। বাড়ির মূল ফটকে ১০-১২ জন পুলিশ সদস্যকে পাহারারত দেখা গেছে। রোববার (০২ এপ্রিল) দুপুরে বাগানবাড়িতে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। ওখানে থাকা দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর সৈয়দ নাসির উদ্দিন  বলেন, বাড়িটি এখনো মালিকের কাছে হস্তান্তর করা হয়নি।এদিকে উৎসুক জনতা ওই বাগানবাড়িটি দেখার জন্য দল বেধে আসছেন শনিবার বিকেলে এমনই চিত্র দেখা গেছে নাসিরপুরে গিয়ে। বুধবার (২৯ মার্চ) ভোরে শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানাটি শনাক্ত করা হয়। প্রায় ৩৪ ঘণ্টা ঘিরে রাখার পর এই আস্তানা থেকে ‘ছিন্নভিন্ন সাত/আটজনের মরদেহের অংশ’ পাওয়া যায় বলে জানায় পুলিশ।ঘটনাটি সব অনলাইন, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার হতে থাকে। সেই সুবাদে বাগানবাড়িটি দেখার জন্য মানুষের মনে কৌতুহল জাগে। আর তাই অপারেশন হিট ব্যাকের পর নাসিরপুরের ওই জঙ্গি আস্তানা দেখতে আসে আশপাশের এলাকার মানুষ।নাসিরপুরের বাগানবাড়ির সেলফি তোলায় ব্যস্তপার্শ্ববর্তী শেরপুর থেকে আসা কলেজছাত্র আলী হোসেন বলে, যখন থেকে জঙ্গি আস্তানা নিয়ে সংবাদ দেখেছি তখন থেকেই ইচ্ছে ছিলো বাড়িটি সরাসরি দেখবো, তাই চলে এসেছি।সরকারবাজার থেকে বাইসাইকেল চালিয়ে আসা বিমল দেবনাথ বলেন, এই এলাকায় এতো সুন্দর বাড়ি আছে জানতাম না। যদিও বাড়িটি দেখতে একটু ভয় লাগছে তবুও সেলফি তুললাম।পাশের বাড়ির সবুজ আহমেদও এসেছিলেন ওখানে। তিনি বলেন, বাগানবাড়িতে অভিযান শুরুর পর আমার দায়িত্ব ছিলো এখানে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর লোকদের চা-নাস্তা দেওয়া। সেই সুবাদে এই বাড়িতে এখনো আমাকে বারবার আসতে হচ্ছে।জনমানব শুন্য বাগানবাড়ি দেখতে আসা লোকজন একে অপরের সঙ্গে সতর্কতা আর সচেতনতা নিয়ে কথা বলছিলেন, আবার কাউকে কাউকে বাড়ির ছবি মোবাইলে ধারন আর সেলফি তোলায় ব্যস্ত থাকতেও দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat