জঙ্গিরা দেশের কোন জায়গা থেকে এ বিস্ফোরক সংগ্রহ করছে বা তৈরি করে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে
নিজস্ব প্রতিনিধি: -
জঙ্গিরা দেশীয় বিস্ফোরক ব্যবহার করছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের কোন জায়গা থেকে তারা এ বিস্ফোরক সংগ্রহ করছে বা তৈরি করে সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
রোববার (০২ এপ্রিল) পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে ‘সার্ক প্রেক্ষিত’ শীর্ষক অপরাধ প্রতিরোধ আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, সম্প্রতি জঙ্গি আস্তানায় পাওয়া বিস্ফোরক দেশি। এসব বিস্ফোরক দেশেই বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এগুলো বিদেশ থেকে আনার প্রয়োজন হয়না, এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি।বাংলাদেশ পুলিশ নিয়ে মন্ত্রী বলেন, আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষ ও সমৃদ্ধ। তাদের জ্ঞান, মেধা বৃদ্ধির কোনো সীমা নেই। এসব প্রশিক্ষণের মাধ্যমে আমাদের আরও দক্ষতা অর্জন করতে হবে।বিস্ফোরক সংগ্রহের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক বলেন, জঙ্গিরা কোন দোকান থেকে এসব বিস্ফোরক সংগ্রহ করেছে তা শনাক্ত করে খুঁজে বের করার চেষ্টা চলছে।