যশোরের বেনাপোল সীমান্তে দুই পাচারকারী ১৫টি স্বর্ণের বার সহ আটক
যশোর প্রতিনিধি :-
যশোরের বেনাপোল সীমান্তে দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ভারতে পাচারকালে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। আটককৃতরা হলেন বেনাপোলের পুটখালী ইউনিয়নের কৃত্তিপুর গ্রামের নূর ইসলামের ছেলে শামিম (২১) ও নারাণপুর গ্রামের আজিজুরের ছেলে হোসেন (২৪)
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এই স্বর্ণবারসহ তাদের আটক করে। ৪৯ ব্যাটালিয়ন বিজিবির এডি মুনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের স্বর্ণসহ যশোর সদর বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে।বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে দুই পাচারকারী স্বর্ণ নিয়ে ভারতের দিকে যাচ্ছে। পরে অভিযান চালিয়ে বেনাপোলের ছোট আঁচড়া নামক স্থান থেকে একটি মোটর সাইকেলসহ তাদের ধরা হয়। এসময় শরীর তল্লাশী চালিয়ে দুই জনের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন দেড় কেজি বলে জানায় বিজিবি।