দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-
উৎসব মূখর পরিবেশে বৃহস্পতিবার দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে ৫টি শ্রেণীতে প্রভাতী ও দিবা শাখায় ১৬ জন নির্বাচিত।
বৃহস্পতিবার উৎসবমূখর পরিবেশে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে প্রভাতী ও দিবা শাখার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা গোপনে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। জাতীয় নির্বাচনের আদলে ব্যালট বাক্স ও ব্যালট পেপারে সিল মেরে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিত ১৬ জনের মধ্যে প্রভাতী শাখার ৮ জন হচ্ছে নাবিলা পারভিন, আফিয়া ইসনাত খুশি, অহনা দাস, এখতেখার জান্নাত স্বর্ণ, মোফাস্সিরা জাহিন শ্রুতি, তানজিন সুলতানা প্রাপ্তি, আফিয়া আইজান রূপা, আইমান সাদিয়া এবং দিবা শাখার ৮ জন হচ্ছে সামিয়া আখতার বাবলী, সুমাইয়া আখতার, জারিন নাজনিন স্নেহা, ইসরাত জাহান ইমু, অদিতি রায়, অমিতা আফরিন রিত্তিকা, রিফাত আঞ্জুম সুপ্তি, আরিবা জাহিন পুর্ণ। স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন প্রভাতী শাখার ১০ শ্রেণির ছাত্রী রিয়েনা নাওয়াল মৌন ও দিবা শাখার ১০ম শ্রেণির ছাত্রী মাইশা ফাহমিদা।