দিনাজপুরের হিলিস্থলবন্দর দিয়ে ভারতে দেড় বছর আটকের পর দেশে ফিরলো ১০ কিশোর
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-
প্রায় দেড় বছর ভারতের অবজারভেশন হোমে আটকের পর বৃহস্পতিবার দিনাজপুরের হিলিস্থলবন্দর দিয়ে দেশে ফিরলো ১০ বাংলাদেশী কিশোর।
দিনাজপুরের হিলিস্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ মো. আফতাব হোসেন জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ১০ বাংলাদেশী কিশোর ভারতের দক্ষিণ দিনাজপুরের “বালুরঘাট শুভায়ণ অবজারভেশন হোমে” আটক থাকার পর প্রায় দেড় বছর পর বৃহস্পতিবার দুপুর ১২টায় দেশে ফিরলো। ভারতের হিলি চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, বিএসএফ, মহিলা আইনজীবি সমিতির প্রতিনিধি সহ শুভায়ণের কর্মকর্তাদের সাথে নিয়ে বাংলাদেশের হিলিস্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে ১০ কিশোরকে হস্তান্তর করেন। দেশে ফিরে আসা ১০ কিশোর হলো পটুয়াখালীর কলাপাড়া গ্রামের মৃত হানিফ হোসেনের ছেলে রয়েল হোসেন, পঞ্চগড়ের দেবীগঞ্জের ভাউলাগঞ্জ গ্রামের হোসেন আলীর ছেলে সুজন ইসলাম, দিনাজপুরের হাকিমপুরের ঘাসুড়িয়া গ্রামের রোস্তম আলীর ছেলে রায়হান কবীর ও একই উপজেলার উত্তরবাসুদেবপুর গ্রামের আব্দুল হাকীমের ছেলে সুজন হোসেন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের কাস্তোর গ্রামের মনছের আলীর ছেলে মুকিদুল ইসলাম, জয়পুরহাটের কালাইয়ের কাজীপাড়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে জুয়েল কাজী, চাঁপাইনবাবগঞ্জ সদরের চারশেখালীপুরের শহিদুল ইসলামের ছেলে সোহেল রানা ও একই জেলা সদরের আব্দুর রহিমের ছেলে জহুরুল ইসলাম ও আব্দুল খালেকের ছেলে অসীম আকরাম এবং পাবনার চাটমোহরের কদমতলীর শিহাব উদ্দীনের ছেলে এনামুল হক।
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।
বুধবার রাত পৌনে ১১টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার বাঁসেরহাটে ট্রাকের ধাক্কায় আস্করপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য তাজপুর নয়াহাট এলাকার মৃত তকিবউল্লাহ সরকারের পুত্র ছবেদ আলী নিহত হন। বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে তার লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার
দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর জানান, বুধবার রাত ৮টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাতকুড়ি-আমতলি এলাকায় সন্দেহভাজন কিছু লোক একত্রিত হয়ে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে বলে এমন খবর পাই। এসময় থানার এসআই রাকিব হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মুহাড়াপাড়া গ্রামের ইসাহাক আলীর ছেলে সাজ্জাদ হোসেন (২৮), নজরুল ইসলামের ছেলে বোরহান উদ্দীন (২৬), চেংগ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুর রহমান (২৯) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দৈবনন্দনপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা চাইনিজ কুড়াল, রামদা, লোহার রড সহ ডাকাতি কাজে ব্যবহৃত ২টি মটর সাইকেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আসামীদের দিনাজপুর আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।