দিনাজপুরে ৬২ হাজার ৭২৫ হেক্টর জমিতে বাম্পার ভুট্টা অর্জিত : উৎপাদন হবে ৫ লক্ষ ৩ হাজার মেট্রিক টন
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-
দিনাজপুর ১৩টি উপজেলায় ৬২ হাজার ৭২৫ হেক্টর জমিতে ভুট্টার বাম্পার ফলন উৎপাদন হয়েছে। অর্জিত হবে ৫ লক্ষ ৩ হাজার মেট্রিক টন ভুট্টা।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা জানান, ২০১৬ সালের নভেম্বর মাস থেকে শুরু করে চলতি বছর ১৫ মার্চ পর্যন্ত জেলায় কৃষকেরা উচু ও মাঝারী জমিতে ভুট্টা বোপন করা হয়। এবারে জেলায় অর্জিত হয় ৬২ হাজার ৭২৫ হেক্টর জমিতে এবং উৎপাদন হবে ৫ লক্ষ ৩ হাজার মেট্রিক টন ভুট্টা। এবারে কৃষি অধিদপ্তর ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৬০ হাজার ৬২৫ হেক্টর জমি। লক্ষ্যমাত্রা অতিরিক্ত ২ হাজার ১০০ হেক্টর জমিতে ভুট্টা অর্জিত হয়েছে। এবারে অনুকুল আবহাওয়া, ভুট্টা চাষে জন্য প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ, সেচ ব্যবস্থাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় জেলার ১৩টি উপজেলাতেই বাম্পার ভুট্টার ফলন অর্জিত হয়েছে। প্রতি হেক্টরে এবারে ৮ মেট্রিক টনের বেশি ভুট্টা ফলন উৎপাদন হবে। জেলার বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ, চিরিরবন্দর, পার্বতীপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় ভুট্টার চাষ বেশি হয়েছে। অতিরিক্ত ফলন হিসেবে আমন ধান কর্তনের পর আলু চাষ এবং আলু উত্তোলনের পর ভুট্টা বোপন করা হয়। ফলে কৃষকেরা অতিরিক্ত ফলন হিসেবে ভুট্টা উৎপাদন করতে সক্ষম হয়েছে। দিনাজপুর কৃষি অধিদপ্তরের ভুট্টা চাষ বিষয়ক গবেষক সহকারী পরিচালক আরিফ হাসান জানান, ভুট্টার অধিক ফলনের জন্য নতুন ভ্যারাইটির ভুট্টার জাত সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে পাইনিয়ার ৯২, ৯৬, ৮০৮, ৯৮১, ৯৮৪, লালডোর, এলিট ৯১২০, এভারেস্ট, মুকুট, ৯০০, এমগোল্ড মিরাকেস ৯৮৭, ৯৯৯ উল্লেখযোগ্য ভ্যারাইটি। এসব ভ্যারাইটির ভুট্টা বোপনের পর স্বল্প সময়ের মধ্যে চারা গজায় এবং ৪০ থেকে ৫০ দিনের মধ্যে ভুট্টার থোর নেমে যায়। ৯০ দিনের মধ্যে ভুট্টা পরিপক্ক হয়ে কৃষকেরা ফলন ঘরে তুলতে পারে। এবারে ভুট্টার বাজারদর ভালো। প্রতি কেজি শুকনা ভুট্টা ১৫ থেকে ১৭ টাকা এবং কাচা ভুট্টা ১০ থেকে ১২ টাকা দরে বিক্রি হচ্ছে। অনুকুল আবহাওয়া থাকায় কৃষকেরা ভুট্টা মাড়াইয়ে কোন সমস্যা হচ্ছে না। ভুট্টা গরু, ছাগল ও মাছের খাবার থেকে শুরু করে বেকারীর উন্নতমানের ফাস্টফুড খাবার প্রস্তুত হচ্ছে। ফলে ভুট্টার কদর ক্রমেই বেড়েই চলছে। সব মিলিয়ে জেলায় এবারে বাম্পার ভুট্টার ফলন হয়েছে।
রেলওয়ে ষ্টেশনে হামলার প্রস্তুতিকালে দিনাজপুরে নব্য ৩ জেএমবির জামিন নামঞ্জুর :
১৭ এপ্রিল অভিযোগ গঠন শুনানি
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-দিনাজপুরের হাকিমপুরে রেলওয়ে ষ্টেশনে হামলার প্রস্তুতিকালে আটক জঙ্গীদের বিরুদ্ধে বিচারক আগামী ১৭ এপ্রিল অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করে ৩ জঙ্গীকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আদালত সূত্রে প্রকাশ, মঙ্গলবার দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ওয়ালিউল ইসলামের আদালতে চাঞ্চল্যকর মামলার দিন ধার্য ছিল। মামলায় গ্রেফতারকৃত ৩ নব্য জেএমবির সদস্য হাকিমপুর উপজেলার পাউসগাড়া গ্রামের গোলাম মোস্তফার পুত্র আবু নাঈম মোঃ ফারুকী আজম ওরফে নাঈম (২১), একই উপজেলার বাগদোড় গ্রামের লুৎফর রহমানের পুত্র মোজাহিদুল হক ওরফে মাফতুস (২২) ও ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামের হারুনুর রশিদের পুত্র গালিবুর রশিদ গালিব (২৩)কে মঙ্গলবার দুপুর দেড়টায় আদালতে হাজির করা হয়। এই ৩ নব্য জেএমবি সদস্যের পক্ষে তাদের নিয়োজিত আইনজীবী এ্যাডঃ মিজানুর রহমান জামিনের আবেদন করেন। বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে আগামী ১৭ এপ্রিল অভিযোগ গঠন বিষয়ে দিন ধার্য করে ৩ নব্য জেএমবির সদস্যকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। বিকেলে কড়া পুলিশ প্রহরায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।রাষ্ট্রপক্ষে চাঞ্চল্যকর মামলা পরিচালনার দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ আজিজার রহমান জানান, ২০১৬ সালের ২১ জুন রাতে হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী ডাঙ্গাপাড়া রেলওয়ে ষ্টেশনের পাশে ঈদগাহ মাঠ থেকে ডিবি পুলিশ ওই ৩ নব্য জেএমবি সদস্যকে আটক করে। আটক ৩ জন ২০১৬ সালের বছর ২৫ জুন বিচারকের নিকট স্বেচ্ছায় জঙ্গী ও নাশকতা কর্মকান্ডের বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলে পুলিশ প্রশাসনের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। তাদের জবানবন্দীতে জেলার বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সরকারী কর্মকর্তাকে হত্যা করার জন্য তাদের পরিকল্পনার বিষয় প্রকাশ পেয়েছে। এই ঘটনায় দিনাজপুর ডিবি পুলিশ তদন্ত করে অভিযোগপত্র পেশ করলে বিচার কাজ শুরু হয়।
জঙ্গী ও মৌলবাদের বিরুদ্ধে দিনাজপুরে
হাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- জঙ্গী, মৌলবাদ, বোমা হামলা ও অপসংস্কৃতির বিরুদ্ধে হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার হাবিপ্রবি ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়নের নেতৃত্বে ক্যাম্পাস চত্বরে দিনাজপুর দশমাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল বের হয়ে আবারো হাবিপ্রবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পোসে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন হাবিপ্রবি ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান মিলন. মামুন অর রশিদ, সাকিব ফয়সাল, নুর ইসলাম, মোমিনুল ইসলাম মুনেম, নাজমুল হোসেন, তন্ময় দত্ত, সুজন ইসলাম, মাহাফুজার রহমান, ফাহিম আরশাদ, জাকির হোসেন, মানিক, রাজা, আলাউদ্দিন, অপূর্ব, জামান প্রমুখ।
পল্লীশ্রীর উদ্যোগে দিনাজপুরে দায়বদ্ধতা ও দক্ষতা বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা সম্পন্ন
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-দিনাজপুরে দক্ষতা ও দায়বদ্ধতা সহায়ক বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
সোমবার ও মঙ্গলবার দিনাজপুর এফপিএবি মিলনায়তনে পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেস টু টেক এ্যাকশন প্রকল্পের পরিচালনায় এবং অক্সফামের সহযোগীতায় উক্ত দুই দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন দিনাজপুর জর্জ কোর্ট এর এ্যাড, কোহিনূর পারভীন চিস্তি, কোতয়ালী থানার এস আই নয়ন চন্দ্র রায়, পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার সামসুন্নাহার। উক্ত দুই দিন ব্যাপী প্রশিক্ষণে উপস্থিত থেকে সেশন পরিচালায় সহযোগীত প্রকল্প সমন্বয়কারী করেছেন শাহানাজ পারভীন। প্রশিক্ষনে সঞ্চালক ও পরিচালনায় সহযোগীতা করেন ক্রিয়েটিং স্পেস টু টেক এ্যাকশন এর প্রজেক্ট অফিসার রওনক আরা হক।
পুলিশী অভিযানে দিনাজপুরে
১১ মাদক ব্যবসায়ীসহ ৪০ জন গ্রেফতার
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরে পুলিশ অভিযান চালিয়ে ১১ জন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার পলাতক ৪০ জন আসামীকে গ্রেফতার করেছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে প্রকাশ, সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত জেলায় বিভিন্নস্থানে পুলিশ অভিযান চালিয়ে ১১ জন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার পলাতক ২৯ জন আসামীকে গ্রেফতার করেছে। অভিযান চলাকালীন সময়ে ৪০পিস ইয়াবা, ২৭ বোতল ফেন্সিডিল, ৭৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।