দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ একই সূত্রে গাঁথা: ইকবাল মাহমুদ
নিজস্ব প্রতিনিধি: –
দুর্নীতি, সন্ত্রাস ও মাদক বন্ধ করতে যুদ্ধ চলবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। কারো পরিচয়ের দিকে না তাকিয়ে এই কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুদক আয়োজিত সততা সংঘ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল মাহমুদ এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতি, সন্ত্রাস এবং মাদক ব্যবসা এই তিনটি জিনিস একই সূত্রে গাঁথা, আমরা তোমাদের ভবিষ্যতকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারি না। আমরা বৃহত্তর যুদ্ধ করব, আমরা কারো পরিচয়ের দিকে তাকাব না। আমরা সর্বস্তরের জনসাধারণের আকুণ্ঠ সমর্থন নিয়ে এই তিন বিষবৃক্ষকে উপড়ে ফেলতে চাই। দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ এই কড়াল গ্রাস থেকে তোমাদের উত্তরণ করতে চাই।’ ইকবাল মাহমুদ জানান, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ একই সূত্রে গাঁথা। তাই এর বিরুদ্ধে সংগ্রামে সবাইকে যার যার অবস্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা রাখতে হবে।