তথ্য ও প্রযুক্তি ডেস্ক:-
শুরুতেই সবাই নতুন আইফোন পাবেন না। আইফোন ৮ সীমিত আকারে বাজারে ছাড়ার পরিকল্পনা করছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। গুঞ্জন উঠেছে, এবারে তিনটি মডেলের আইফোন বাজারে আসতে পারে। এর মধ্যে দুটি মডেল হবে গত বছরে বাজারে আসা আইফোনের পরবর্তী সংস্করণ। এ বছর আইফোন ৭ এস ও ৭ এস প্লাস ও আইফোন ৮ বাজারে আসতে পারে।
আগামী সেপ্টেম্বর মাস নাগাদ নতুন আইফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। শুরুতে কম আইফোন বাজারে ছাড়লেও আগামী বছরের শুরুতে এই সংখ্যা বাড়িয়ে দেবে অ্যাপল।বাজার গবেষক সূত্রে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারস জানিয়েছে, নতুন আইফোনে নতুন ফিচার আসছে। এতে তারহীন চার্জিং সুবিধা থাকবে। সেপ্টেম্বর মাসে নতুন আইফোনের ঘোষণা এলেও শুরুতে সবাই আইফোন ৮ পাবেন না। বছরের চতুর্থ প্রান্তিকে গিয়ে নতুন আইফোন সহজলভ্য হবে।ব্যবসাবিষয়ক পত্রিকা নিক্কেই সম্প্রতি আইফোন ৮-এর দাম বিষয়ে তথ্য ফাঁস করেছে। নিক্কেইয়ের তথ্য অনুযায়ী, আইফোন ৮-এর দাম হবে এক হাজার মার্কিন ডলার। এযাবৎকালের সবচেয়ে দামি আইফোন হবে এটি।৫ দশমিক ৮ ইঞ্চি মাপের এ ফোনে ওএলইডি ডিসপ্লে থাকবে। এ ছাড়া নকশার দিক থেকে বড় ধরনের পরিবর্তন আনবে অ্যাপল।