ফ্লাইওভার বানালেই দেশের উন্নয়ন হয় না : ড. খন্দকার মোশাররফ হোসেন
নিজস্ব প্রতিনিধি: –
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কয়েকটি ফ্লাইওভার বানালেই দেশের উন্নয়ন হয় না।বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘গ্যাসের অযৌক্তি মূল্য বৃদ্ধি, কার লাভ কার ক্ষতি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জিয়া সাইবার ফোর্স আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও অভিযোগ করে বলেন, বড় বড় বাজেট করে জনগণের পকেট খালি করে এসব করা হচ্ছে। আজ দেশের সকল নাগরিক ভ্যাটের আওতায়। কাঁচা বাজার করতে গেলেও ভ্যাট দেয়া লাগে। উন্নয়নের নামে দেশ লুটপাটের কারখানায় পরিনত হয়েছে।সালমান এফ রহমানের নাম উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, এ ব্যক্তি ২০০৬ সাল পযর্ন্ত দেউলিয়া ছিল। আজ কোন ম্যাজিকে তিনি বিশ্বের ধনীদের তালিকায় অবস্থান করছেন? কিছু লোকের পকেট ভারি করার জন্য গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে।তিনি বলেন, জনগণ এ সরকারকে প্রত্যাখান করেছে। প্রত্যাখিত এ দূর্বল সরকার জাতির স্বার্থ বিরোধী চুক্তি করতে বাধ্য হচ্ছে। বিদেশি বন্ধুরা তাদের ধমক দিয়ে নিজেদের ফায়দা হাসিল করছে। তারা জনগণের চিন্তা করে না। তাই এনার্জি পলিসি না করে কমিশন বাণিজ্যের চিন্তা করছে। গায়ের জোড়ে তারা বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। গণতন্ত্র পুনোরুদ্ধার ছাড়া কোন গতি নাই।জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা স্কোয়াড্রন লিডার ওয়াহিদ উন নবীর সভাপতিত্বে আরও বক্তৃতা করেন, বিএনপি চেয়ারপারসনে উপদেষ্টা আ ন হ আখতার হোসেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা।