টাঙ্গাইলের মির্জাপুরে দুই ট্রাকের মধ্যে সংঘর্ষে ট্রাক চালকসহ দুইজন নিহত
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:-
টাঙ্গাইলের মির্জাপুরে দুই ট্রাকের মধ্যে সংঘর্ষে ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছেন। আজ রবিবার ভোর চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগ সড়ক গোড়াই-সখীপুর-ঢাকা রোডের পেকুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাক চালক মজিবুর রহমান (৫৬) ও কাঁচামাল বেপারি দেলোয়ার হোসেন (৫০)। মজিবুরের বাড়ি মানিকগঞ্জ এবং দেলোয়ারের বাড়ি ঢাকা বলে জানা গেছে।বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচাজ মো. আব্দুল কাইয়ুম জানায়, ঢাকা থেকে সখীপুরগামী একটি মালবাহী ট্রাক ও অপর দিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়।এতে ট্রাক চালক মজিবুর ও কাঁচামাল বেপারি দেলোয়ার নিহত হন।আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রচলিত আইনে মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।