বিনোদন ডেস্ক:-
বয়স মাত্র ২৪, কিন্তু এরই মধ্যে বলিউডে তারকা খ্যাতি অর্জন করে ফেলেছেন আলিয়া ভাট। বিটাউনে সাহসী মন্তব্যের জন্যও তাঁর খ্যাতি কম নয়। সাহসী এই তারকারও কিন্তু ভীতি কাজ করে। সেটা কী জানেন? না, বাঘ-ভালুক নয় কিংবা তেলাপোকাও নয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, আলিয়ার ভয় সেই দিনটিকে, যেদিন তিনি আর চলচ্চিত্রে অভিনয় করতে পারবেন না। আর এই ভয় থেকেই নাকি মনেপ্রাণে নিজের সেরাটা দিয়ে কাজ করেন আলিয়া।
‘এমন একটি দিন আসবে, যখন আমি আর কোনো ছবিতে অভিনয় করব না। যদি সেদিন আসে, তখন আমি কী করব? এই গ্রহে যত বিনোদন শিল্পী হেঁটে বেড়াচ্ছেন, তাঁদের কাছে এটি সব ভয়ের জননী। যা কিছু মানুষ ভালোবাসে, সেগুলো তার পাশেই থাকে। কিন্তু আমরা তো জানি, কোনোকিছুই চিরকাল থাকে না। আর এই না থাকার ভয়টাই আসলে আমাকে সামনে এগিয়ে নিয়ে যায়।’ ইন্ডিয়া টুডে কনক্লেভকে এভাবেই নিজের ভীতির কথা বলছিলেন আলিয়া ভাট। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত এ তারকা আরো বলেন, নির্মাতা বাবা মহেশ ভাট তাঁকে শিখিয়েছেন ভয় কোনো খারাপ জিনিস নয়। ‘আমার বাবা আমাকে শিখিয়েছেন যে ভয় তোমাকে নিজের পায়ে দাঁড়াতে শেখাবে। এটি তোমাকে চলতে শেখাবে। ভয়কে আলিঙ্গন করতে হবে এবং এটা ব্যবহার করেই তোমার সেরাটাকে দিতে হবে। তাই আমি ভয় পাই এবং আমি আমার কাজের প্রতি মনোযোগ দিই। আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং সর্বাধিক একাগ্রতার সঙ্গে আমি কাজ করি। এ অভ্যাস আমি হারাতে চাই না। আমি আমার বাবাকে ধন্যবাদ দিই, কারণ তিনি আমাকে সত্য কথাটি বলেছেন’, বলেন আলিয়া।বলিউডে আলিয়া নিজের জায়গা পাকাপোক্ত করেছেন ‘হাইওয়ে’, ‘উড়তা পাঞ্জাব’ ও ‘টু স্টেটস’-এর মতো ছবির মাধ্যমে। বাণিজ্যিক ছবিতে সফলতা অর্জন সত্ত্বেও এই অভিনেত্রী বিশ্বাস করেন, তাঁর অনেক কিছু করার রয়েছে এবং তিনি কাজ বুঝে সেগুলো করতে চান। ‘আমি ধীরে ধীরে পরিণত হচ্ছি। আমি মনে করি না, আমি সবকিছু অর্জন করতে পেরেছি। তবে আমি আমার সুযোগগুলোর জন্য কৃতজ্ঞ। আমি সবকিছুর জন্য আমার অভিভাবকের কাছে ঋণী। তাঁরা আমার ভেতরে এমন একটি বিশ্বাসের জন্ম দিয়েছেন, সব সময়ই এমন কেউ আছে যে তোমার চেয়ে উত্তম। তাই তোমাকে একটি শক্ত দড়ির ওপর হাঁটতে হবে এবং তোমাকে তাই প্রবাহের সঙ্গেই এগিয়ে যেতে হবে’, জানান আলিয়া।আলিয়ার পরবর্তী চলচ্চিত্র ‘ড্রাগন’-এর শুটিং শুরু হবে সেপ্টেম্বরে। এ ছবিতে আলিয়ার বিপরীতে থাকবেন রণবীর কাপুর।