চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার মহাদেবপুর গ্রামে স্বাধীন কুঠি নামে একটি বাড়ি থেকে দুই জঙ্গিকে আটক
চট্টগ্রাম প্রতিনিধি:-
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার মহাদেবপুর গ্রামে স্বাধীন কুঠি নামে একটি বাড়ি থেকে দুই জঙ্গিকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন নারী রয়েছেন। আজ বুধবার সকালের দিকে এলাকার লোকজনের সন্দেহের ভিত্তিতে পুলিশকে খবর দিলে তারা এসে ওই দুইজনকে আটক করে।
পুলিশ ওই বাড়ির একটি কক্ষে তাদের আটক রেখেছে। অন্য একটি কক্ষে বোমা ও অন্যান্য সরাঞ্জাম রয়েছে বলেও খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ওই জঙ্গিরা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে এই বাড়িতে ভাড়া নেন।বাড়ির মালিক সুরেশ জানান, সাগর নামে একজন ডিস ব্যবসায়ী তার বাড়ির একটি কক্ষে ভাড়া থাকেন। তার সন্দেহ হলে বাড়ির মালিকের কাছ থেকে পরিচয়পত্র নিয়ে একটি ট্রাভেল এজেন্সিতে গিয়ে তা পরীক্ষা করেন। পরে তা ভুয়া প্রমাণিত হওয়ায় তিনি বাড়ির মালিককে জানান। পরে এলাকার লোকজন নিয়ে পুলিশে খবর দেওয়া হয়।সীতাকুণ্ড থানার এসআই মাহফুজ জানান, তারা ঘটনাস্থলে এসে দুইজনকে আটক করেন। চারজন জঙ্গির মধ্যে দুইজনকে আটক করা হয়। বাকি দুইজন মালামাল ও সরঞ্জামাদি নিয়ে অন্যত্র চলে গেছে। আটক দুইজনের মধ্যে একজন নারী রয়েছেন।এসআই মাহফুজ বলেন, আমরা এখন বোমা নিষ্ক্রীয় দলের অপেক্ষায় আছি। তারা চট্টগ্রাম থেকে আসছেন।উল্লেখ্য, গত ১৩ দিন আগে স্বাধীন নামে ওই বাড়িতে চারজন জঙ্গি বাসা ভাড়া নেয়।