- প্রকাশিত : ২০১৭-০৩-১৪
- ৬১৯ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে নারী কাউন্সিলের বৈঠকে নেই নারী!
আন্তর্জাতিক ডেস্ক: - ধর্মীয় অনুশাসনের জন্য নারীদের খুব বেশি জনসম্মুখে আসতে দেখা যায় না সৌদি আরবে। কিন্তু তাই বলে নারী কাউন্সিলের বৈঠকেও তাদের উপস্থিতি থাকবে না!
এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে সৌদি আরবের আল কাসিম প্রদেশের নারী কাউন্সিলের উদ্বোধনী সভায়। বৈঠক শেষে প্রকাশিত ছবিতে দেখা যায় সভার মঞ্চে ১৩ জন পুরুষ বসে আছেন। নারীরা অন্য আরেকটি কক্ষ থেকে ভিডিও লিংকের মাধ্যমে সভায় অংশ নিয়েছেন। এই ছবিটি ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
নারী কাউন্সিলের উদ্যোক্তা আল কাসিম প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সৌদ বেলেন, কাসিম প্রদেশে নারীদের আমরা পুরুষের বোনের নজরে দেখি। এবং নারীদের জন্য আরো সুযোগ সৃষ্টির জন্য দায়িত্ববোধ অনুভব করি। নারী কাউন্সিলের চেয়ারম্যান হয়েছে প্রিন্স ফয়সালের স্ত্রী প্রিন্সেস আবির বিন্ত সালমান যাকে ছবিতে দেখা যায়নি।
সৌদি আরবে অপরিচিত নারী ও পুরুষের মেলামেশা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু দেশটির ভিশন-২০৩০ পরিকল্পনা অনুযায়ী এই নীতি কিছুটা শিথিল করা হচ্ছে। এই নীতি অনুসারে ২০৩০ সালের মধ্যে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ২২ শতাংশ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হবে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..