দিনাজপুরে র্যাব সদস্যদের অভিযানে ভুয়া মেজর আটক, দিনাজপুরে অনলাইন ভ্যাট সম্পর্কিত প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরে র্যাব সদস্যদের অভিযানে ১ যুবককে ভুয়া মেজর পরিচয় দিয়ে চাঁদাবাজী করার অভিযোগে আটক করা হয়েছে।
দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্প কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, শনিবার দুপুর ২টায় র্যাব সদস্যদের একটি অভিযান টিম সদর উপজেলার কমলপুর বাজারে একটি চালের দোকানে অভিযান চালিয়ে ভুয়া মেজর পরিচয়দানকারী ওই যুবককে আটক করে।
আটক যুবক আশিকুল ইসলাম আশিক @ মেজর সিফাত (২৩)। সে দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মোসলেম উদ্দীনের পুত্র। তার বিরুদ্ধে অভিযোগ, গত ১০ মার্চ সদর উপজেলার দক্ষিণ বকসিপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র জুয়েল বাবু (৩২) এর বাড়ীতে আরো ৩ জন ভুয়া র্যাব সদস্য সাথে নিয়ে তল্লাশী চালায়। এসময় ওই বাড়ী থেকে ষ্টিল আলমারীর তালাভেঙ্গে সাড়ে ৩ হাজার টাকা নিয়ে যায়। গৃহকর্তার স্ত্রীকে বলে যায়, ২০ হাজার টাকা চাঁদা দেয়া হলে তার স্বামীর বিরুদ্ধে মামলা দেয়া হবে না। ঘটনাটি দিনাজপুর র্যাব ক্যাম্পকে অবহিত করলে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে শনিবার আটক করতে সক্ষম হয়। সূত্রটি জানায়, আটক ভুয়া মেজর পরিচয়দানকারী যুবককে জিজ্ঞাসাবাদ শেষে কোতয়ালী থানায় সোপর্দ করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দিনাজপুরে অনলাইন ভ্যাট সম্পর্কিত প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরে ব্যবসায়ীদের নিয়ে মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক আইন-২০১২ ও অনলাইন ভ্যাট সম্পর্কিত সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে “আসছে দেশে নতুন আইন-ভ্যাট হবে অনলাইন” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি মিলনায়তনে জাতীয় রাজস্ব বোর্ড এবং এফবিসিসিআই’র আয়োজনে এবং কাষ্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহযোগিতায় ব্যবসায়ীদের নিয়ে দিনব্যাপী মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক আইন-২০১২ ও অনলাইন ভ্যাট সম্পর্কে করদাতা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কাষ্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের কমিশনার মোঃ আহ্সানুল হক প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, যুগ্ম-কমিশনার এ,কে,এম নুরুল হুদা আজাদ, সহকারী কশিনার মৌসুমী সরকার, সহকারী কমিশনার মোঃ তাহের-উল-আলম চৌধুরী এবং চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম।
প্রশিক্ষণে বলা হয়, রাজস্ব বিভাগ বর্তমান প্রজন্মের ব্যবসায়ীদের জন্য আধুনিক কর প্রদান পদ্ধতি চালু করছে। যা অনলাইন কর প্রদান পদ্ধতি। উন্নয়নের অক্সিজেন হচ্ছে রাজস্ব উল্লেখ করে অনলাইনে ভ্যাট প্রদান বিষয়টি মূসক হিসাব ব্যবস্থা আধুনিক হিসাব ব্যবস্থাকে অনুসরণ করবে। ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হন সে ক্ষেত্রে সার্কেলে কোন চালান জমা দিতে হবে না।
চোরাকারবারীদের প্রতি দিনাজপুর সীমান্তে বিএসএফ’র হাত বোমা নিক্ষেপ
দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর সীমান্তে চোরাকারবারীদের প্রতি বিএসএফ হাত বোমা নিক্ষেপ করেছে। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার রাত সাড়ে ৮টার সময় দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে বিএসএফ’র সদস্যরা চোরাকারবারীদের লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করে। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
২৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বড়গ্রাম ক্যাম্পের কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম জানান, বিকট শব্দ পেয়েছি। ধারণা করা হচ্ছে, চোরাকারবারীরা সীমান্তের দিকে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে হাত বোমা ছুড়েছে। ঘটনাটি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানান।