পাকিস্তানের রাজধানী ইসলাবাদে বাংলাদেশী হাইকমিশনে ‘মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট: আন্তর্জাতিক ডিসকোর্সে বাংলাদেশের অবদান’ সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে
বিশেষ প্রতিনিধি:-পাকিস্তানের রাজধানী ইসলাবাদে বাংলাদেশী হাইকমিশনে ‘মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট: আন্তর্জাতিক ডিসকোর্সে বাংলাদেশের অবদান’ সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে। শনিবার এই সভা হয় বলে এক বিবৃতিতে জানায় দেশটিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন।
এসময় পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান একটি এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।এত বলা হয়, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার ৫ দশমিক ৫ শতাংশ জনগোষ্ঠী বিভিন্ন দেশে বসবাস করছেন, যার ফলে পৃথিবীর যেকোনো দেশের তুলনায় বাংলাদেশ থেকে অভিবাসী হওয়া মানুষের সংখ্যা বেশি।
আর এর ফলে প্রত্যক্ষ সুফল পাচ্ছে বাংলাদেশ। বিভিন্ন দেশে বসবাসরত অভিবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের ম্যাক্রো অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি এখানকার দারিদ্র্য বিমোচনের বিশেষ সহায়তা প্রদান করছে।এছাড়া বাংলাদেশ থেকে প্রতিবছর তৈরি পোশাক, নিটওয়্যার ও যন্ত্রকৌশল খাতে প্রশিক্ষিত শ্রমিক বিশ্বের অন্যান্য দেশে প্রেরণ করা হচ্ছে। কিন্তু দেশ থেকে প্রেরিত এসব মানুষকে বিদেশে বসবাস করার মতো যাবতীয় সুরক্ষা প্রদানের ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি বাংলাদেশের সুস্পষ্ট আবেদন ও নজরদারি থাকাটাও জরুরী বলে মনে করেন এই আলোচনায় অংশ নেয়া ব্যাক্তিরা।