ভারতের বিখ্যাত গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান মারুতি সুজুকির কারখানায় দাঙ্গার ঘটনায় ৩১ শ্রমিককে দোষী সাব্যস্ত
আন্তর্জাতিক ডেস্ক:-
ভারতের বিখ্যাত গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান মারুতি সুজুকির কারখানায় ২০১২ সালে লাগা দাঙ্গার ঘটনায় ৩১ শ্রমিককে দোষী সাব্যস্ত করেছে দেশটির এক আদালত।
এছাড়া রাজধানী দিল্লীর নিকটে মারুতির অপর একটি কারখানায় বিক্ষোভের সময় এক সিনিয়র ম্যানেজারকে পিটিয়ে হত্যার ঘটনায় ১১৭ শ্রমিককে মুক্তি দেয়া হয়েছে।
এ দুটি ঘটনায় জাপানের দুই নাগরিকসহ অন্তত আরো ৮০ জন গুরুতর আহত হয়েছিলো। ধারণা করা হচ্ছে, মজুরি ও চুক্তির বিষয় নিয়ে গাড়িমালিকদের কারখানার উৎপাদন সাময়িক বন্ধ রাখতে বলায় ক্ষেপে গিয়ে এই দাঙ্গা বাধায় শ্রমিকেরা। সেসময় প্রচুর পুলিশ মোতায়েন করা হয় পরিস্থিতির সামাল দিতে।তবে শুক্রবার পূর্বের এ নিন্দনীয় নরহত্যার দায়ে সাত শ্রমিককে সরাসরি অভিযুক্ত করে দেশটির আদালত। এরফলে দেশটিতে প্রায় ৩০ হাজার শ্রমিক বৃহস্পতিবার তাদের দুপুরের খাবার বর্জন করে সহকর্মীদের মুক্তির দাবীতে পুনরায় বিক্ষোভ করে। বিবিসি।