জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক ও ভাষা সৈনিক জয়নুল আবেদীন (জং) ইন্তেকাল করেছেন
নিজস্ব প্রতিনিধি:-
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক ও ভাষা সৈনিক জয়নুল আবেদীন (জং) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।জাতীয় প্রেসক্লাবের সার্বক্ষণিক সদস্য জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।এক শোকবার্তায় তারা বলেন, জয়নুল আবেদীনের মৃত্যুতে জাতি একজন দেশবরেণ্য সাংবাদিক ও ভাষা সৈনিককে হারালো।তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানান।জাতীয় প্রেসক্লাবে মরহুমের নামাজে জানাজা শুক্রবার (১০ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।