বিনোদন ডেস্ক:- বেশ কয়েক সিজন পেরিয়ে টেলিভিশন দর্শকদের কাছে ‘গেম অফ থ্রোনস’ বেশ পরিচিত ও তুমুল জনপ্রিয়। সুনাম যেমন রয়েছে তেমনই এই জনপ্রিয় ফ্যান্টাসি টিভি সিরিজটি বেশ কিছু বিতর্কেরও জন্ম দিয়েছে।
যার কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক। এই টিভি সিরিজে ড্যানেরিয়াসের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত কিছু নগ্ন দৃশ্য নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে এ প্রসঙ্গে এমিলিয়া বলেছেন, ‘আমরা কি কাজের ক্ষেত্রে সমানাধিকার বুঝি? হয়তো সব ক্ষেত্রে নয়। পরিসংখ্যান দেখলেই তা বোঝা যাবে। ‘গেম অফ থ্রোনস’ এই যদি আমাকে আপনারা দেখেন তা হলে নগ্নদৃশ্যে অভিনয় করতে দেখতে পাবেন। চরিত্রের প্রয়োজনে আমি তা করেছি। এটা নিয়ে অনেক প্রশ্নও শুনতে হয়েছে। কিন্তু নিজেকে ঠিক প্রমাণ করার কোনও দায় আমার নেই। কারণ এই প্রশ্নটাই কিন্তু কোনও পুরুষ অভিনেতার প্রতি উঠবে না।’আগামী ৮ এপ্রিল থেকে এই টিভি সিরিজের পরবর্তী সিজন টিভির পর্দায় দেখতে পাবেন দর্শকেরা। টিভি গাইড।