পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে বোরকা পরা অবস্থায় যুবক আটক
নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে সানজিদ আহমেদ (২৫) নামে বোরকা পরা অবস্থায় এক যুবককে আটক করেছে নিরাপত্তাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বোরকা পরিহিত ওই যুবকের কণ্ঠস্বর এবং চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে আটক করে একাডেমিক ভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। এ সময় তার হাতে ও পায়ে কালো মোজা পরিহিত ছিল। পরে ওই যুবককে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।সানজিদ আহমেদের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলায়। তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী।পবিপ্রবির প্রক্টর প্রফেসর পূর্নেন্দু বিশ্বাস জানান, ওই যুবকের পরিবারকে খবর দেয়া হয়েছে।