নিজস্ব প্রতিনিধি:-
মোবাইলে রিচার্জ করতে গিয়ে বিপত্তির শিকার হন অনেকেই, বিশেষ করে নারীরা। মোবাইল নম্বর ফাঁস হওয়ার পর অপরিচিত উটকো ফোনসহ নানা বিপত্তি। আর এ-সংক্রান্ত সমস্যা সমাধানে আদালতে আবেদন করেছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য নারী নিগম সংস্থা।
ওই সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ফোন নম্বর না জানিয়েই অর্থ রিচার্জের সুবিধা দিতে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে আদেশ দিয়েছিলেন। সেই আদেশবলে গ্রাহকদের গোপনীয়তার কথা মাথায় রেখে ভারতে এই ব্যবস্থা চালু হলো।পশ্চিমবঙ্গে প্রথম এই নম্বর ছাড়াই মোবাইল রিচার্জ ব্যবস্থাটি চালু করেছে ভোডাফোন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহক ভোগান্তি এড়াতে ‘প্রাইভেট রিচার্জ মোড বা পিআরএম’ ব্যবস্থা চালু করা হয়েছে।এ পদ্ধতিতে একজন গ্রাহক নির্দিষ্ট পরিমাণ অর্থ রিচার্জের কথা জানিয়ে একটি নম্বরে মেসেজ পাঠাবেন। ফিরতি মেসেজে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, যা দোকানে দেখিয়ে ওই নম্বরে টাকা ঢোকানো যাবে। এই সেবা পেতে অতিরিক্ত কোনো অর্থ দিতে হবে না বলে জানিয়েছে ভোডাফোন।