হবিগঞ্জ -শায়েস্থাগঞ্জ রোডে সরক দুর্ঘটনায় একজন হিত
সিনিয়র সহঃসম্পাদক আলহাজ্ব হুসাইন আলী রাজন
:- হবিগঞ্জ কলিম নগর পাইক পাড়ার মধ্য স্থানে হবিগঞ্জ -শায়েস্থাগঞ্জ রোডে সরক দুর্ঘটনায় একজন হিত হয়েছে।
গতকাল্ রাত ৯-৩০ মিনিটে উপজেলার হবিগঞ্জ -শায়েস্থাগঞ্জ রোডের,কলিম নগর পাইক পাড়ার মধ্য স্থানে এই দুর্ঘটনা ঘটে। শায়েস্থাগঞ্জ থেকে হবিগঞ্জ য়াওয়ার পথে বাংলদেশ ডাক ভিবাগের গাড়িটি দারিয়ে তাকা পল্লীবিদ্ধুতের গাড়িকে ধাক্কা মারে, সময় এই দুর্ঘটনা ঘটে। এতে বাংলদেশ ডাক ভিবাগের গাড়িটির চালক মোঃ মনির হোসেন আহত হন। আহত মোঃ মনির হোসেনকে হবিগঞ্জসদর হাসপাতালে পাঠানো হয়।হবিগঞ্জসদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ এ প্রেরন করেন।সিলেট ওসমানি মেডিক্যাল কলেজে যাওয়ার রাস্তায় আহত মোঃ মনির হোসেন মৃত্যু বরণ করেন। নিহত মনির হোসেন,হবিগঞ্জ জেলার চুনারু ঘাট থানার পিরের গাও মাষ্টার বাড়ীর মৃত মালম হোসেনের ছেল।