শিশুকে যৌন হেনস্তার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের অ্যাথলেট
আন্তর্জাতিক ডেস্ক:-
বারো বছরের এক শিশুকে যৌন হেনস্তার অভিযোগে তানভীর হুসাইন (২৪) নামের ভারতীয় এক অ্যাথলেটকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।গ্রেপ্তার হওয়া ওই অ্যাথলেট নিউইয়র্কে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্নো-সু চ্যাম্পিয়নশিপের ২০১৭ আসরে অংশ নিতে গিয়েছিলেন।
এর আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য তানভীরকে ভিসা দিতে চায়নি যুক্তরাষ্ট্র। তবে বিভিন্ন সংগঠনের প্রচার ও দেশটির সিনেট সদস্যদের সমর্থনে তাঁকে যুক্তরাষ্ট্র সফরের অনুমতি দেওয়া হয়।নিউইয়র্কের সারানাক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ১২ বছরের এক শিশুকে চুমু খেয়েছিলেন ভানভীর। তবে তিনি জোর করে এমনটি করেছিলেন বলে কোনো অভিযোগ আনা হয়নি। দুজনের বয়সের পার্থক্যের কারণেই তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিউইয়র্কের আদিরোনডাক পার্বত্যাঞ্চলের একটি গ্রামে ওই শিশুকে হেনস্তা করেন তানভীর। শিশুটির বাবা-মা পুলিশে অভিযোগ করলে তাঁকে গ্রেপ্তার করা হয়।তানভীরকে সারানাক লেকের একটি জেলে পাঠানো হয়েছে। তবে নির্দোষ দাবি করে আবেদন করেছেন তাঁর পক্ষের আইনজীবী।গ্রেপ্তারের খবর পেয়ে ভারতীয় ওই অ্যাথলেটের পরিবারের সদস্যরা বলেন, ‘আমরা খবর শুনে বড় ধাক্কা খাই। ’তানভীরের ছোট ভাই ইউনুস আলী বলেন, ‘সৌভাগ্যক্রমে তাঁকে (তানভীর) আইনি সহায়তা দেওয়া হয়েছে।’