×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০১৭-০৩-০১
  • ৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণীয় করে রাখতে স্মৃতি স্তম্ভ উদ্বোধন
মোঃ আবু বকর সিদ্দিক দিনাজপুর :- বুধবার দিনাজপুরে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণীয় করে রাখতে স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন পুলিশ সুপার মোঃ হামিদুল আলম। বুধবার পুলিশ মেমোরিয়াল ডে’১৭ উপলক্ষে দিনাজপুর পুলিশ লাইনে জেলা পুলিশ সুপার মোঃ হামিদুল আলম এ স্মৃতি স্তম্ভ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিজানুর রহমান মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজেম উদ্দীনসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ। স্মৃতি স্তম্ভের ফলকে নিহত পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নাম ফলকে নিহত পুলিশ সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল জামান, পুলিশ পরিদর্শক মোজাফর আহমেদ, হাবিলদা ইব্রাহিম মন্ডল, কনস্টেবল হারুন অর রশিদ, মোজাহার আলী, শরিফুল ইসলাম, মনজের আলী, আক্তারুজ্জামান ও মামুনি খাতুন।     দিনাজপুর জেলায় ১ লক্ষ ৭৩ হাজার ৪৬৪ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় এ পর্যন্ত ১ লক্ষ ৭৩ হাজার ৪৬৪ হেক্টর জমিতে ইরি-বোরো চাষ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অতিরিক্ত অর্জিত করতে আগামী ১৫ মার্চ পর্যন্ত ইরি-বোরো চারা রোপন করা হবে। দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা জানান, ১ ফেব্রুয়ারী থেকে জেলায় ইরি-বোরো চাষ শুরু হয়। কৃষকেরা ফেব্রুয়ারী মাসের প্রথম থেকে জমি চাষযোগ্য করে ইরি-বোরো ধানের চারা রোপনের কাজ শুরু করেছে। চলতি বছর কৃষি অধিদপ্তর জেলায় ১ লক্ষ ৭৩ হাজার ৬৫০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল উৎপাদন নির্ধারণ করা হয় ৬ লক্ষ ৮৫ হাজার মেট্রিক টন। লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৮৬ হেক্টর জমিতে বোরো চারা রোপন করা হলেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। গত বছর জেলায় ১ লক্ষ ৭৮ হাজার ৮৯৭ হেক্টর জমিতে বোরো চাষ অর্জিত হয়েছিল। অর্জিত বোরো চাষে ফলন হয়েছিল ৬ লক্ষ ৮৪ হাজার ২১৮ মেট্রিক টন চাল। সুত্রটি জানায়, ধানের জেলা হিসেবে পরিচিত এ অঞ্চলে অনুকুল আবহাওয়া ও কৃষি অধিদপ্তরের সহযোগীতায় বোরো চাষের প্রয়োজনীয় উপকরণ, সেচ কাজে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সার, কীটনাশক ও ডিজেল সরবরাহ সঠিক থাকায় লক্ষ্যমাত্রা অতিরিক্ত জমিতে বোরো ধানের চারা রোপন অর্জিত সম্ভব হবে। এবারে প্রাকৃতিক কোন দুর্যোগ না থাকলে জেলায় বাম্পার বোরো চাষ উৎপাদন হলে চাল উৎপাদন হবে ৭ লক্ষ মেট্রিক টনের অধিক। সেই লক্ষ্য বাস্তবায়ন করতে কৃষি অধিদপ্তর কৃষকদের সব ধরনের সহযোগীতা দিয়ে যাচ্ছে। দিনাজপুর কৃষি অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা আতিকুর রহমান জানান, এবারে জেলায় ভালো ফলনের জন্য হাইব্রিড জাতের অধিক ফলনশীল ধানের ভ্যারাইটি এসিআই, আফতার, জিরা, জাগরণ, এরাইস, টিয়া ও নীলসাগর ধানের চারা রোপন করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। এই ভ্যারাইটির ধান প্রতি হেক্টরে ৪ দশমিক ৭৫ মেট্রিক টন থেকে ৫ মেট্রিক টন পর্যন্ত ফলন উৎপাদন করা সম্ভব হবে। দেশী উফশী জাতীয় ধানের মধ্যে ব্রি-২৮, ২৯, ৫৮, ৪৫, ৫৫, বিআর-১৬ ও কোটরা পারি ধানের ফলন বেশি ও বালাইমুক্ত হওয়ায় কৃষকদের এই ধানের বীজ রোপনে উদ্বুদ্ধ করা হয়। এসব দেশী উফশী জাতীয় ধান প্রতি হেক্টরে ৩ দশমিক ৮৬ মেট্রিক টন থেকে ৪ মেট্রিক টন পর্যন্ত ফলন অর্জিত হয়। এবারে হাইব্রিড ও উফশী উন্নত জাতের এসব বোরো ধানের চারা রোপন বেশি হয়েছে। দিনাজপুর বিআরডিবি সার বিভাগের উপ-পরিচালক দিদার হোসেন জানান, জেলায় বোরো চাষে কৃষকদের পর্যাপ্ত সার সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। চলতি বছর বোরো চাষের ১৩ হাজার ৮১০ মেট্রিক টন ইউরিয়া, ১ হাজার ৭৫৯ মেট্রিক টন টিএসপি, ১ হাজার ৪৩ মেট্রিক টন ড্যাব ও ২ হাজার ১৯ মেট্রিক টন এমওপি রাসায়নিক সার চাহিদা রয়েছে। চাহিদার বিপরীতে দ্বিগুন পরিমাণ সার বিআরডিবির গুদামে মজুদ রয়েছে। জেলার ১২৬ জন রাসায়নিক সার ডিলার ও ৩৭৮ জন সাব ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে সার বিক্রির সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কৃষকেরা সহজে সার ক্রয় করে বোরো চাষে ব্যবহার করছেন। দিনাজপুর কৃষি অধিদপ্তরের যান্ত্রিক বিভাগের সহকারী পরিচালক ইকবাল হাসান জানান, জেলায় কৃষি কাজে ব্যবহার্য বিদ্যুৎ চালিত ২ হাজার ৮৫৭টি গভীর ডিপ টিউবওয়েল, ১৩ হাজার ৪৬৬টি বিদ্যুৎ চালিত অগভীর ডিপ টিউবওয়েল, ৬২ হাজার ৬৬৯টি ডিজেল চালিত ডিপ টিউবওয়েল ও ৩৮৬টি ললিত পাওয়ার পাম্প বোরো চাষের সেচ কাজে ব্যবহারের জন্য চালু রয়েছে। বোরো মৌসুমে চেক কাজে ব্যবহারের জন্য যন্ত্রগুলো যাতে স্বাভাবিক থাকে সে লক্ষ্য বাস্তবায়নে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে দিনাজপুর অঞ্চলে ২টি পল্লী বিদ্যুৎ সমিতিকে তৎপর রাখা হয়েছে। সব মিলিয়ে জেলায় বাম্পার ইরি-বোরো চাষ উৎপাদন সফল করতে কৃষি অধিদপ্তর সংশ্লিষ্ট সকল বিভাগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে।     বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও আলোচনা সভা দিনাজপুর প্রতিনিধি ॥ বুধবার অগ্নিঝরা মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বর বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় অগ্নিঝরা মার্চ মাস উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সতীশ চন্দ্র রায়।বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার সভাপতি শাহজাহান নভেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল করিম ও আব্দুস সবুর। শেষে দোয়া পরিচালনা করেন হাজী মোঃ মোয়াম্মেম হোসেন।     হাবিপ্রবি’র ১ম বর্ষের ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড নিতে পারবেন। ভর্তি পরীক্ষা ১৯ মার্চ থেকে ২২ মার্চ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি ঃ ১৯ মার্চ রবিবার সকাল ৯.৩০টা থেকে ১০.৩০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নং ১০০০০১ থেকে ১০৬৫০০ পর্যন্ত, বেলা ১১.৩০ টা থেকে ১২.৩০ পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নং ১০৬৫০১ থেকে ১১৩০০০ পর্যন্ত এবং দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত রোল নং ১১৩০০১ থেকে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বিকাল ৪ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০ মার্চ সোমবার সকাল ৯.৩০টা থেকে ১০.৩০টা পর্যন্ত ‘বি’ ইউনিটের রোল নং ২০০০০১ থেকে ২০৮৫০০ পর্যন্ত এবং বেলা ১১.৩০ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের রোল নং ২০৮৫০১ থেকে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের রোল নং ৪০০০০১ থেকে ৪০৭৫০০ পর্যন্ত এবং বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত ‘ডি’ ইউনিট রোল নং ৪০৭৫০১ থেকে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২১ মার্চ মঙ্গলবার সকাল ৯.৩০টা থেকে ১০.৩০টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের রোল নং ৬০০০০১ থেকে ৬০৬০০০ পর্যন্ত এবং বেলা ১১.৩০ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের রোল নং ৬০৬০০১ থেকে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ‘সি’ ইউনিট (বিজ্ঞান/মানবিক) এবং বিকাল ৪ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।২২ মার্চ বুধবার সকাল ৯.৩০টা থেকে ১০.৩০টা পর্যন্ত ‘জি’ ইউনিট রোল নং ৭০০০০১ থেকে ৭০৬৫০০ এবং বেলা ১১.৩০ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত ‘জি’ ইউনিটের রোল নং ৭০৬৫০১ থেকে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০১৭ শিক্ষাবর্ষে ১৯৫৫ আসনের বিপরীতে ৯৬ হাজার ৪১ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.hstu.ac.bd   পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat