লাইফষ্টাইল ডেস্ক :-গ্রীষ্ম-শীত-
বর্ষা, মন খুশ করতে চকলেটই ভরসা! ডার্ক চকলেট, মিল্ক চকলেট, হোয়াইট চকলেট, ফ্লেভার্ড চকলেট, অপশনের কি কমতি আছে! কামড় দিলেই আরামে বুজে আসে চোখ। এমন বন্ধু আর কে রয়েছে স্বাদকুঁড়ির?
কিন্তু রূপচর্চাতেও চকোলেটের গুরুত্ব অস্বীকার করা চলে না। নানা রকম ফেস মাস্ক আর ফেস প্যাক বানিয়ে ফেলা যায় চকলেট দিয়ে। নিজে চকলেট খাওয়ার পাশাপাশি ত্বককেও না হয় একটু জোগান দিলেন!গরম পানিতে ৫০ গ্রাম চকলেট গলিয়ে নিন। ব্লেন্ডারে স্ট্রবেরির সঙ্গে মিশিয়ে দিন আপেল, কলা, তরমুজ। মিশ্রণটা তৈরি হয়ে গেলে দু’তিন টেবিলচামচ ঢেলে দিন গলানো চকোলেটে। টোনিং ফেস মাস্ক তৈরি! ত্বককে টোন করার পাশাপাশি আর্দ্রতা জোগায় এই মাস্ক। ত্বকের টানটান ভাবও বজায় রাখে।ত্বকে রিঙ্কল, দাগছোপ, অ্যাকনে ইত্যাদি দূর করার চাবিকাঠিও চকলেট। দুই টেবিলচামচ চকলেট পাউডার একটা বাটিতে নিয়ে তিন টেবিলচামচ টাটকা দই তার সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটা ফ্রিজে রেখে দিন আধঘণ্টা। তারপর ব্রাশ বা আঙুলের ডগা দিয়ে ধীরে ধীরে মুখে-গলায়-ঘাড়ে লাগিয়ে নিন। আধঘণ্টা পরে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।চকলেট ত্বকের বয়স ধরে রাখতেও সাহায্য করে। সহজ ফেস মাস্ক বানিয়ে ফেলতে পারেন চকলেট, মাখন, চিনি আর মধু দিয়ে। সবকয়টি উপকরণ পরিমাণ মতো নিয়ে মিশিয়ে পেস্ট বানিয়ে ফেলুন। মুখে-গলায়-ঘাড়ে মিনিট কুড়ি লাগিয়ে রাখুন। তারপর প্রথমে উষ্ণ পানিতে মিশ্রণটা ধুয়ে ভাল করে ঠান্ডা পানিতের ঝাপটা দিয়ে নিন। মাসে দুবার এই মাস্ক লাগালে উপকার পাবেন।ফেস স্ক্রাব ব্যবহার করতে পছন্দ করেন? চকলেট সেখানেও! দুই চা-চামচ কোকো পাউডার, দুই চা-চামচ ব্রাউন সুগার আর সামান্য দুধ দিয়ে স্ক্রাব বানিয়ে ফেলুন। ভিজে তোয়ালে দিয়ে মুখের উপরের ধুলোর পরতটা মুছে নিন প্রথমে। এবার কপাল, গাল আর টি-জোনে ধীরে ধীরে ম্যাসাজ করুন মিনিট দশেক। তারপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।কোকো পাউডারের সঙ্গে মধু, ওটমিল আর ক্রিম মিশিয়ে ঘন পেস্ট বানান। ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক টানটান হবে, হারানো মসৃণতাও ফিরবে।