তথ্য ও প্রযুক্তি ডেস্ক:- ‘সাইবার সন্ত্রাস’ নয়৷ নিজস্ব টেকনিক্যাল সমস্যার জন্যই ফেসবুকে হ্যাকিং আতঙ্ক৷ বাংলাদেশ সময় শুক্রবার গভীর রাতে একাধিক ফেসবুক ইউজিয়ার
সমস্যায় পড়েন৷ বেশকিছু ইউজিরারের ফেসবুক অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দেয়া হয়৷ মনে করা হয়, কেউ অ্যাকাউন্টগুলি হয়তো হ্যাক করার চেষ্টা করা হচ্ছে৷ সেকারণেই অ্যাকাউন্টগুলো সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ৷ পরে জানা যায়, হ্যাকিং নয়৷ ফেসবুকের কিছু টেকনিক্যাল সমস্যা হওয়ায় তা সাময়িক বন্ধ করে দেয়া হয়৷এশিয়া একাধিক দেশ বাংলাদেশ, ভারত পাকিস্তান, আফগানিস্তান, বা শ্রীলঙ্কা যেমন রয়েছে তেমনই রয়েছে, তেমন আমেরিকা মহাদেশেরও একাধিক দেশে এই সমস্যা দেখা দেয়৷ এছাড়াও প্রভাব পড়ে আফ্রিকার কয়েকটি দেশেও৷যদিও ফেসবুক কর্তৃপক্ষের দাবি এই সমস্যা খুব বেশি সময় দীর্ঘস্থায়ী হয়নি৷ অল্প কিছু সময়ের মধ্যে তা চিহ্নিত করা গিয়েছে৷ এবং তা ঠিক ও হয়েগিয়েছে৷ টেকনিক্যাল কিছু ফল্ট হওয়ার কারণেই এই সমস্যা হয়েছে৷ তবে এর সঙ্গে হ্যাকিংয়ের কোনো সম্প