কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৪
নিজস্ব প্রতিনিধি:-
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি মাইক্রোবাস খাদে পড়ে চার পর্যটক নিহত হয়েছেন। এ সময় আরো আট পর্যটক আহত হয়েছেন। এ ছাড়া জেলার রামু উপজেলায় আরেকটি সড়ক দুর্ঘটনায় আরো দুজন মারা গেছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়া উপজেলার উত্তর হারবাং গয়ালমারা এলাকায় পর্যটকবাহী মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম।নিহতরা হলেন মাইক্রোবাসের চালক আমির হোসেন (৩৫), ঢাকার বাসাবো এলাকার আইয়াস আলীর ছেলে সাথী (২৫), কুমিল্লার হোমনার স্বপন মিয়ার স্ত্রী সুমি আক্তার (২৭) ও কুমিল্লার নোয়াপাড়ার বাপ্পীর স্ত্রী অজ্ঞাত (৪০)।এএসআই জানান, গতকাল শুক্রবার রাতে পিকনিকের মাইক্রোবাসটি ঢাকার বাসাবো থেকে কক্সবাজার যাচ্ছিল। সকালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।নারী-শিশুসহ আহত আটজনের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে দুজনের অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান এএসআই।অপরদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সামনে আজ ভোর সাড়ে ৬টায় এক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।মালবাহী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের বাউন্ডারি দেয়ালের সঙ্গে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর।নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি উপজেলার চৌমুহনী এলাকার ফল ব্যবসায়ী মো. জয়নাল আবেদীন (২৪)। অপর পথচারীর পরিচয় মেলেনি।পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।