হারের হতাশা এড়াতে হলে নতুন রেকর্ডই গড়তে হবে ভারতকে
নিজস্ব প্রতিনিধি-
প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড নিয়েই ভারতের বিপক্ষে প্রথম টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে দারুণ এক শতক করে ভারতের লক্ষ্যটা দুরুহ বানিয়ে ফেলেছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। অলআউট হয়ে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে জমা হয়েছে ২৮৫ রান। ফলে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে স্বাগতিক ভারতকে করতে হবে ৪৪১ রান।
হারের হতাশা এড়াতে হলে নতুন রেকর্ডই গড়তে হবে ভারতকে। কারণ ভারতের মাটিতে এখন পর্যন্ত কোনো দলই চতুর্থ ইনিংসে করতে পারেনি চারশর বেশি রান। ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারত করেছিল ৩৮৭ রান। আর ওভারের হিসেবে ভারতকে খেলতে হবে দুইশরও বেশি ওভার। ভারতের মাটিতে চতুর্থ ইনিংসে এত দীর্ঘ সময় ব্যাটিং করতে পারেনি কোনো দলই। ১৯৪৮ সালে কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে ভারত চতুর্থ ইনিংসে ব্যাটিং করেছিল ১৩৬ ওভার। সেটাই এখনও টিকে আছে রেকর্ড হিসেবে। সব মিলিয়ে হার এড়ানোটা যে ভারতের জন্য খুব কঠিনই হবে, তা নিঃসন্দেহেই বলা যায়।
পুনে টেস্টের দ্বিতীয় দিনে ভারত হয়েছিল ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার। বাঁহাতি স্পিনার স্টিভ ও’কাফির দুর্দান্ত বোলিংয়ে ভারতের ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ১০৫ রানে। ১৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াও হারিয়েছিল চারটি উইকেট।
আজ তৃতীয় দিনের খেলায় ৪১ ওভার ব্যাটিং করতে পেরেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ১০৯ রানের লড়াকু ইনিংস খেলেছেন অধিনায়ক স্মিথ। মূলত স্মিথের ব্যাটে ভর করেই ভারতের সামনে দুরুহ লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ৩১ রানের ছোট দুটি ইনিংস এসেছে ম্যাট রেনশ ও মিচেল মার্শের ব্যাট থেকে। ৩০ রান করেছেন মিচেল স্টার্ক। ভারতের পক্ষে চারটি উইকেট নিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন।
ভারতের মাটিতে অস্ট্রেলিয়া সর্বশেষ টেস্টটি জিতেছিল ২০০৪ সালে। এরপর টানা ১১টি ম্যাচের একটিতেও জয়ের স্বাদ পায়নি অজিরা। হেরেছে সর্বশেষ সাতটি ম্যাচে। এবার ভারতের মাটিতে ভারতবধের বিরল কীর্তিটি করে দেখানোর সুযোগ এসেছে স্মিথ-ওয়ার্নারদের সামনে।