রাজধানীর বংশালে মিনিবাসের ধাক্কায়,কলেজ ছাত্রী নিহত
নিজস্ব প্রতিনিধি:-
রাজধানীর বংশালে মিনিবাসের ধাক্কায় ন্যাশনাল মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী সাদিয়া হাসান (২৩) নিহত হয়েছেন। এঘটনায় তার মা আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে সাতটায় বংশালের হোটেল আল-রাজ্জাকের সামনে এদুর্ঘটনা ঘটে।পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার ইব্রাহিম খান জানান, সাদিয়ার বাড়ি রাজশাহী। শনিবার ভোরে রাজশাহী থেকে একটি ট্রেনে করে তার মাকে নিয়ে কমলাপুর স্টেশনে পৌঁছান। সেখান থেকে একটি সিএনজিতে করে বংশালে বাসার উদ্দেশে রওনা দেন। সিএনজিটি হোটেল আল-রাজ্জাকের সামনে পৌঁছুলে পেছন দিক থেকে একটি মিনিবাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহতাবস্থায় সাদিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসারা মৃত ঘোষণা করেন। তার মাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার জন্য দায়ি মিনিবাসটিকে এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি বলেও পুলিশের ওই কর্মকর্তা জানান।