বাল্যবিবাহের দায়ে বর ও তাঁর বাবাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি:-
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাল্যবিবাহের দায়ে বর ও তাঁর বাবাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলিমুল রাজিব এ কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোর জেলার বড়াইগ্রামের আবদুল জলিল সরকার ও তাঁর ছেলে বর আবুল হাসেম (২২)।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, শাহজাদপুর পৌর এলাকার দারিয়াপুর মহল্লার ছানা ব্যাপারির অপ্রাপ্তবয়স্ক মেয়ে অন্তরার (১৪) আজ বিয়ের আয়োজন করা হয়। বর আবুল হাসেম তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বিয়ে করতে আসেন।বাল্যবিবাহের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে বর ও তাঁর বাবাকে আটক করেন। পরে তাঁদের সাতদিনের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ওসি।