নিজস্ব প্রতিনিধি:-
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একটি শিশু মারা গেছে। শিশুটি পরিবারের অজান্তে একা একা সড়কে চলে এসেছিল। তখন কোনো একটি যান তাকে চাপা দিয়ে যায়।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অঙ্কন ষোলঘর এলাকার মলিন মণ্ডলের ছেলে।উপজেলার হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্শেদ তালুকদার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িচাপায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানানো হয়, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। স্থানীয়রা রাস্তায় পড়ে থাকতে দেখে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে।