ইজি টাচ ই-কমার্স লিঃ এর কক্সবাজার জেলা অফিসে ব্যবসা উন্নয়ন সভা
রুমানা চৌধুরী:-
সমগ্র দেশ ব্যাপী বেকার যুবক যুবতিদের কর্মসংস্থানের লক্ষে ইজি টাচ ই-কমার্স লিঃ একটি অনলাইন মার্কেটিং প্রথা চালু করছে।
“দিবেন টাকা নিবেন মাল ইনকাম করবেন চিরকাল”। এই কথার ভিত্তিতে ,প্রতিষ্টানটি নিজস্ব পন্য বিপননের মাধ্যমে (অনলাইনের মাধ্যমে ) সমগ্র দেশ ব্যপী কাজ করছে । আজ কক্সবাজার জেলা অফিসে জেলা ইনচার্জ আব্দুল গফুর এর সভাপতিত্তে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্টিত হয়।এতে উপস্থিত ছিলেন সংবাদ বিডি ২৪ ডটকম ও সংবাদ ডট টিভির সম্মানিত চেয়ারম্যান জনাব শাহ্ মোঃ দিদার হোসাইন এবং ইজি টাচ ই-কমার্স লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব শামসুল হক মিলন (বাপ্পি)।প্রায় ৯০ মিনিট আলোচনার পর এই সবা সমাপ্ত হয়।