×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০১৭-০২-২০
  • ৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভক্তের সঙ্গে লাস্যময়ী টেনিস তারকার ডেট
বিনোদন ডেস্ক:- কানাডার নারী টেনিস তারকা ইউজিনি বুচার্ডের প্রেমে কতজন পড়েছেন তার ইয়ত্তা নেই। বিশ্ব র‌্যাংকিংয়ে ৪৪তম এই তারকা একবার উইম্বলডনের ফাইনালেও উঠেছিলেন। কিন্তু খেলোয়াড়ি পারফরম্যান্সের চেয়ে তার মায়াবী হাসির জালেই কাবু হয়েছে কত শত যুবক। এবার এমনই এক ভক্তের সঙ্গে ডেটে গিয়ে চমকে দিয়েছেন তিনি। জন গোয়েক নামে এক টুইটার অনুসারীর সঙ্গে বাজি ধরেছিলেন বুচার্ড। যে বাজিতে হারলে ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভক্তের সঙ্গে ডেটে যাওয়ার কথা তার। সত্যি সত্যি বাজিতে হেরে এক কথার মানুষ বুচার্ড নিজের প্রতিশ্রুতি রেখেছেন। প্রথম যখন জন গোয়ের্কের সঙ্গে ডেটে যান, সেটির ছবিও আপলোড করেন টুইটারে। মুহূর্তেই ওই ছবি কাঁপন ধরায় টুইটারে। লাখো ভক্ত হয়তো তখন ভাবছিল গোয়ের্কের জায়গায় তাদেরও কারো থাকার সুযোগ ছিল! ওই ডেটে প্রথম সাক্ষাতের আবহই ছিল বেশি। কিন্তু টেনিসের   মতো ভালোবাসাতেও ঘটে যেতে পারে বিস্ময়কর কিছু।২০ বছর বয়সী গোয়ের্কের সঙ্গে কাটানো প্রথম সন্ধ্যা নিয়ে মন্তব্য করতে গিয়ে বুচার্ড বলেন, তিনি বেশ ভদ্র। আর সন্ধ্যাটা ছিল দারুণ! এক রিপোর্টার জিজ্ঞেস করলেন, দ্বিতীয়বার ডেটে যাওয়ার ইচ্ছে আছে? তিনি জবাব দিলেন, ‘আলবৎ!’ তাদের প্রথম ডেটের কাহিনী বেশ মজার। আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অর্থাৎ সুপার বোলের খেলা নিয়েই এ নাটকের সূচনা।আটলান্টা ফ্যালকন্স ম্যাচে ২১-০ গোলে এগিয়ে ছিল! আর টুইটারে বুচার্ড ঘোষণাই দিলেন: জিতবে ফ্যালকন্স। কিন্তু আরেক দল নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের ভক্ত গোয়ের্কে চ্যালেঞ্জ ছুড়লেন বুচার্ডকে, যদি ইংল্যান্ড প্যাট্রিয়টস জিতে তাহলে কিন্তু আমার সঙ্গে ডেটে যেতে হবে। কিন্তু খেলার ফলাফল এতটাই ফ্যালকন্সের পক্ষে ছিল যে বুচার্ড আগ পিছ না ভেবে ওই বাজিতে রাজি হয়ে যান! কিন্তু সকলকে অবাক করে দিয়ে শেষ মুহূর্তের চমকে খেলায় জিতে যায় নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস!২২ বছর বয়সী বুচার্ড এক কথার মানুষ। মিশৌরি বিশ্ববিদ্যালয় পড়ুয়া গোয়ের্কের কাছে বাজিতে হেরে শর্ত মোতাবেক ডেটে রাজি হলেন। তবে তখনো দুনিয়ার মানুষ কিছু জানতো না। বুধবার তারা নিউ ইয়র্কে একসঙ্গে একটি বাস্কেটবল খেলা দেখতে যান। আর খেলা দেখতে যাওয়ার ছবি নিজের টুইটারে প্রকাশ করেন বুচার্ড। ছবির শিরোনাম ছিল: ‘এই মাত্র আমার সুপার বোল টুইটার ডেট জনের সঙ্গে সাক্ষাৎ করলাম। যাচ্ছি ব্রুলকিন নেটস-এর খেলা দেখতে।’ খেলার সময় একেবারে সামনের আসনেই বসে খেলা দেখেন এই যুগল। তখনকার কিছু ছবি আর একটি ছোট ভিডিও শেয়ার করেন বুচার্ড। সবশেষ আরেক ছবি শেয়ার করেছেন, যাতে দেখা যাচ্ছে বিদায়বেলায় বুচার্ডের গালে চুমু দিচ্ছেন গোয়ের্ক! ওই ছবি দেখে বুচার্ডের তরুণ ভক্তদের আক্ষেপ যে আরেকটু বাড়লো বলেই দেয়া যায়। পরে মার্কিন সংবাদ মাধ্যম টিএমজেডকে বুচার্ড বলেন, ‘সে আমাকে হোটেল থেকে এগিয়ে নিতে এসেছে। একেবারে ভদ্রলোকের মতো। এরপর আমরা খেলা দেখতে এসেছি। সে আমার জন্য ছোট একটি উপহার নিয়ে এসেছে। আমরা খেলা উপভোগ করেছি। আর সে একজন সাধারণ ভক্ত।’তিনি এ-ও স্বীকার করেছেন যে, একেবারে অচেনা একজন যুবক তার জীবনে নিয়মিত হয়ে যাচ্ছে, আর তাতে তিনি খুবই ভাগ্যবান। আর গোয়ের্ক? তার কী ভাবনা। এই যুবকের ভাষ্য, ‘সবচেয়ে দারুণ বিষয়টা হচ্ছে সে এসব করেছে আমি কে তা না জেনেই।’তবে বিবিসি জানিয়েছে, ইউজিনি বুচার্ডই প্রথম ভক্তের সঙ্গে ডেট করলেন, তা নয়। ২০১১ সালে মিলা কুনিস এক মার্কিন সেনা সদস্যের সঙ্গে নর্থ ক্যারোলাইনায় ডেট করেন। ওই সেনা সদস্য এক ইউটিউব ভিডিওতে মিলা কুনিসের কাছে ডেটের আবেদন করেছিলেন। একই কৌশল কাজে লেগেছে জাস্টিন টিম্বারলেককে পটাতেও। ভার্জিনিয়ায় টিম্বারলেক দেখা করেছেন এক নারী ভক্তের সঙ্গে। গায়িকা রিহানা ও টেয়লর সুইফট দুই কিশোরের স্বপ্ন পূরণ করেছেন। এমটিভি চ্যানেলের শো ‘ওয়ান্স আপন অ্যা প্রম’-এ দুই স্কুলছাত্র নিজেদের স্কুলজীবনের শেষ দিনের পার্টি অর্থাৎ প্রম-এ পার্টনার হিসেবে পেয়েছিলেন রিহানা ও টেইলর সুইফটকে। আপনিও চেষ্টা করে দেখবেন নাকি একবার? কে জানে! রাজি হয়েও যেতে পারেন আপনার স্বপ্নের তারকা!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat