পাকিস্তানে সুফি মাজারে আত্মঘাতী হামলা শিশুসহ ৮০ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: –
পাকিস্তানে সুফি মাজারে হামলার ঘটনার প্রেক্ষিতে সারাদেশে শতাধিক জঙ্গি হত্যার দাবি করেছে দেশটির সরকার। মাজারে হামলায় শিশুসহ অন্তত ৮০ জন প্রাণ হারায়।
সুফি মাজারে ভয়াবহ আত্মঘাতী হামলার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশব্যাপী জড়িতদের ধরতে ব্যাপক অভিযান শুরু করে।সরকারের এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভোরের আগে ফেডারেল ও প্রাদেশিক আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ দেশব্যাপী দমন অভিযান শুরু করেছে। বিভিন্ন নগরী থেকে বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।’ তিনি বলেন, আগামী দিনগুলোতেও এই অভিযান অব্যাহত থাকবে।আধাসামরিক রেঞ্জার্স বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, গত রাতে সিন্ধু প্রদেশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৮ সন্ত্রাসী নিহত হয়েছে। এদিকে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে আরো সাত সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে পেশোয়ার নগরীর পুলিশ জানিয়েছে। আফগানিস্তানের দুই প্রদেশে রকেট হামলাও চালানো হয়েছে ।ইতোমধ্যে হামলায় দায়ভার স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।