আশুলিয়া, সাভার:
আশুলিয়ার বাইপাইল এলাকায় ট্রাকচাপায় রেজাউল (২৭) নামে বাসের এক সুপারবাইজার নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রেজাউলের সহকর্মীরা জানান, সকালে চন্দ্রা যাওয়ার উদ্দেশে বাইপাইল বাসের জন্য অপেক্ষা করছিলেন রেজাউল। এসময় নবীনগর থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাইপাইল ট্রাফিক পুলিশ বক্সের পরিদর্শক (ট্রাফিক) কামরুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।