বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ব্যক্তি নিহত
নিজস্ব প্রতিনিধি: -
বগুড়া কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত (৩২) এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
কাহালু থানার এস.আই মতিয়ার রহমান জানান, অফিসার ইনচার্জ ও ফোর্সসহ তারা সোমবার রাতে ওই এলাকায় পেট্রল ডিউটি করার সময় স্থানীয় একটি ব্রিজের নিকট পৌঁছামাত্রই একদল দুর্বৃত্ত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় পুলিশ নিজেদের আত্নরক্ষার জন্য তাদের উপর পাল্টা গুলি ছুঁড়লে এতে অজ্ঞাতনামা তাদের এক সদস্য ঘটনাস্থলেই নিহত হন।নিহতের লাশ বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছে পুলিশের ওই কর্মকর্তা।