গাজীপুর সংবাদদাতা :-
গাজীপুরে আজ মঙ্গলবার পৃথক স্থানে দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে একটি ফ্লাট বাসা ও একটি কাঁচা বাজারে ৬টি দোকানসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: আতিকুর রহমান জানান, গাজীপুরের বোর্ড বাজার এলাকার আব্দুল সামাদ মিয়ার ফ্ল্যাট বাসার চতুর্থ তলায় সকাল ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। আগুনে ওই বাসার আসবাবপত্র পুড়ে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে।এদিকে শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো: জিহাদ মিয়া জানান, শ্রীপুরের নয়নপুর কাঁচা বাজারে ভোর রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভায়। আগুনে ওই বাজারে মুরগী, মুদি ও শুটকিসহ ৬টি দোকান পুড়ে গেছে।আগুনে আনুমানিক ৭ লাখ টাকার ক্ষতির হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে।