আজ খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ এমপির নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি :-
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (এমপি) ড. রূপা হকের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন।
রাত ৮টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে।ব্রিটিশ মেম্বার অব পার্লামেন্ট ড. রূপা হক ছাড়াও দুইজন এমপি বৈঠকে উপস্থিত থাকবেন। বাকি সাতজন যুক্তরাজ্য ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি।বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক ২০১৫ সালে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেন। নির্বাচনে লন্ডনের অন্যতম আলোচিত ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে ২২ হাজার দুই ভোট পেয়ে বিজয়ী হন। রাজনীতির পাশাপাশি রূপা হক কিংস্টন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত।