- প্রকাশিত : ২০১৭-০১-১৯
- ৫৮৯ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাড্ডায় লিঙ্গ কর্তন করে স্বামীকে হত্যা করেছে স্ত্রী!
স্টাফ রিপোর্টার:
রাজধানীর বাড্ডায় শিল দিয়ে মাথা থেঁতলিয়ে ও বটি দিয়ে লিঙ্গ কর্তন করে স্বামীকে হত্যা করেছে স্ত্রী চন্দ্রবানু (৪০)। হত্যার পরপরই চন্দ্রবানু থানায় এসে আত্মসমর্পণ করেছেন। আজ ভোর সাড়ে ৪টার দিকে মধ্য বাড্ডার ৫৫৩ আদর্শনগর টিনশেড বাসায় এই ঘটনা ঘটে। পুলিশ নিহত ফজল শেখের লাশ উদ্ধার (৫২) করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
বাড্ডা থানার ওসি আবদুল জলিল জানান, নিহত ফজল শেখের তিন স্ত্রী। তিনি একজন রিকশাচালক। আদর্শনগরের ওই টিনশেড বাসায় তিন স্ত্রী ও ১২ জন সন্তানসহ বসবাস করতেন।
তিন বিয়ের কারণে পরিবারের সতীনদের মধে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। ধারণা করা হচ্ছে, এই অশান্তির জের ধরে প্রথম স্ত্রী চন্দ্রবানু তার স্বামীকে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত শিল ও বটি জব্দ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..