হিফজুল কুরআন প্রতিযোগিতামূলক ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০১৮’ অনুষ্ঠানটি পয়লা রমজান থেকে বিকেল সাড়ে ৫টায় এনটিভিতে প্রচারিত হচ্ছে।সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় অনুষ্ঠানটির বিচারক হিসেবে আছেন শাইক আবদুল হক,কারি জহিরুল ইসলাম, মুফতি মিজানুর রহমান এবং ‘কুরআনের আলো’ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। এবারের প্রতিযোগিতা নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন হাফেজ মাওলানা আবু ইউসুফ।
এনটিভি অনলাইন : এবারের প্রতিযোগিতা থেকে কেমন সাড়া পাচ্ছেন?
হাফেজ মাওলানা আবু ইউসুফ : খুব ভালো সাড়া পাচ্ছি। অনেক অমুসলিমও অনুষ্ঠানটি দেখছেন। এ ছাড়া আমাকে সামনা-সামনি অনেকে দেখে বলছেন, ‘খুব সুন্দর প্রোগাম হচ্ছে’।
এনটিভি অনলাইন : প্রতিযোগীরা কেমন পারফর্ম করছে বলে আপনি মনে করছেন?
হাফেজ মাওলানা আবু ইউসুফ : তুলনামূলকভাবে এবার আমরা খুব কম বয়সী প্রতিযোগী পেয়েছি।আট বছরের শিশুও রয়েছে। নয় ও দশ বছরে শিশুরাও রয়েছে অনেক। শিশুরা কুরআনকে যেভাবে আয়ত্ব করেছে সেটা দেখে আমি বিস্মিত। তাদের প্রতিভা অনেক।প্রতিটা প্রতিযোগী আন্তর্জাতিক মানের। যেকোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে নিজেদের জায়গা তৈরি করতে পারবে।
এনটিভি অনলাইন : প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে কবে হবে?
হাফেজ মাওলানা আবু ইউসুফ : ২৭ রমজান রাজধানীর ‘লা ম্যারিডিয়ান’হোটেলে হবে। এনটিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এবার বিজয়ী তিনজন হাফেজ পুরস্কার তো পাবেই, এ ছাড়া তাদের ওস্তাদদেরও পিএইচপি কুরআনের আলো পরিবারের পক্ষ থেকে মোটরসাইকেল দেওয়া হবে।
এনটিভি অনলাইন : দীর্ঘ ১০ বছর ধরে ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে’ অনুষ্ঠানটি করছেন। অনুষ্ঠানটি সফল হওয়ার পেছনে কার অবদান সব থেকে বেশি বলে মনে করেন?
হাফেজ মাওলানা আবু ইউসুফ : আমি নিজে অনেক পরিশ্রম করেছি। এ ছাড়া কুরআনে হাফেজ ওস্তাদদের অনেক সহযোগিতা পেয়েছি। তাঁরা তাঁদের ভালো ছাত্রদের আমাদের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য অনুপ্রাণিত করেন।
এনটিভি অনলাইন : অনুষ্ঠানটি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
হাফেজ মাওলানা আবু ইউসুফ : অনুষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। বিদেশি হাফেজরাও যাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এই চেষ্টা আমরা করব।