ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএলে) ৪৬তম ম্যাচে আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমেছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। ইতিমধ্যে হায়দ্রাবাদ নিজেদের শেষ ম্যাচে জয় পেয়ে প্লে-অফ নিশ্চিত করেছে। তবে এই ম্যাচে জয় পেলে আসরের দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করবে ধোনির চেন্নাই।
একাদশে আজ এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দুই দল। চেন্নাইয়ের হয়ে লেগস্পিনার কার্ন শর্মার বদলে একাদশে রাখা হয়েছে ডানহাতি পেসার দ্বীপক চাহারকে। আর হায়দ্রাবাদে ইউসুফ পাঠানের বদলে একাদশে রাখা হয়েছে দ্বীপক হুদাকে।
হায়দ্রাবাদ একাদশঃ শিখর ধাওয়ান, অ্যালেক্স হেলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পান্ডে, সাকিব আল হাসান, দ্বীপক হুদা, রশিদ খান, শ্রিভাস্তাব গোস্বামি, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল এবং সন্দ্বীপ শর্মা।
চেন্নাই একাদশঃ শেন ওয়াটসন, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, স্যাম বিলিংস, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, দ্বীপক চাহার, ডেভিড উইলি, হরভজন সিং এবং শার্দুল ঠাকুর।