- প্রকাশিত : ২০১৮-০৪-১৭
- ৫৮১ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরায় ৪ কেজি গাঁজাসহ দম্পতি আটক
নিজস্ব প্রতিনিধি:- সাতক্ষীরা শহরের আমতলা মোড় থেকে চার কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আমতলা মোড় এলাকা অভিযান চালিয়ে পাচারকালে গাঁজাসহ এক দম্পতিকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
আটক দম্পতি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থানার সিংগীপাতা গ্রামের কিরামত আলীর ছেলে মো. দুখু মিয়া (৩২) ও তার স্ত্রী খাদিজা বেগম (২৫)।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শাহারিয়ার হাসান জানান, সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গাঁজা কিনে কৌশলে নিজ এলাকা গোপালগঞ্জে নিয়ে যাওয়ার সময় মো. দুখু মিয়া ও তার স্ত্রী খাদিজা বেগমকে আটক করা হয়।
অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশ সাতক্ষীরার ঝাউডাঙ্গা আল হেরা স্কুলের সামনে থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলো- ঝাউডাঙ্গা মাদরাসা পাড়ার বাবুল শেখের ছেলে লাবলু শেখ (২৬) এবং একই এলাকার তোফাজ উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (২৫)।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..