স্পোর্টস ডেস্ক :-সীমিত ওভার ক্রিকেট ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মোরতাজাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কলোম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচে ৭০ রানের পরাজয় শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাশরাফি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
ধীর গতিতে ওভার শেষ করার দরুন তাকে এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে।নিষেধাজ্ঞার কারণে মাশরাফি আগামি ১২ মে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওডিআই ম্যাচটি খেলতে পারবেন না। নিউজিল্যান্ড, বাংলাদেশ ও আয়ারল্যান্ডকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির আগে এই ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হবে।